সিটিজেন চার্টার | সেবাসমূহ/সেবার নাম | দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম | সেবা প্রদানের পদ্ধতি | সেবা প্রাপ্তির জন্য সময় | সেবা প্রাপ্তির প্রেয়োজনীয় ফি/টাকা | নির্দিষ্ট সময়ে সেবা না পেলে প্রতিকার ব্যবস্থা |
ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্তি (নতুন বা বাদপড়া ভোটার) | উপজেলা নির্বাচন অফিসার (সংশ্লিষ্ট উপজেলা) | নির্ধারিত ফরম নং-২ পূর্বণপূর্বক সকল প্রমাণপত্র সহকারে উপজেলা নির্বাচন অফিসারের দপ্তরে আবেদনপত্র দাখিল করতে হবে। | ০৩ মাস | -- | উপজেলা নির্বাচন অফিসারের দপ্তরে যোগাযোগ বা জেলা নির্বাচন অফিসারকে লিখিতভাবে জানাতে হবে। | |
ভোটার হিসাবে অন্যত্র নাম স্থানান্তও বা মাইগ্রেশন | উপজেলা নির্বাচন অফিসার (সংশ্লিষ্ট উপজেলা) | নির্ধারিত ফরম নং-১৩ পূর্বণপূর্বক সকল প্রমাণপত্র সহকারে উপজেলা নির্বাচন অফিসারের দপ্তরে আবেদনপত্র দাখিল করতে হবে। | ০২ মাস | -- | ঐ | |
জাতীয় পরিচয় পত্রের যে কোন ভূল তথ্যের সংশোধন | উপজেলা নির্বাচন অফিসার (সংশ্লিষ্ট উপজেলা) | সংশ্লিষ্ট সকল কাগজপত্রসহ উপজেলা নির্বাচন অফিসে ১৪ নং ফরমে আবেদন করতে হবে। জরুরী ক্ষেত্রে ঢাকাস্থ জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে ব্যক্তিগত যোগাযোগ করেও যে কোন সংশোধন করা যায় | ০২ মাস | -- | ঐ | |
হারানো জাতীয় পরিচয় পত্র পুনরায় প্রাপ্তি/ স্থানান্তরের পর নতুন আইডি কার্ড পুনঃ প্রাপ্তি | উপজেলা নির্বাচন অফিসার (সংশ্লিষ্ট উপজেলা) | আইডি কার্ড হারিয়ে গেলে নিকটস্থ থানায় জিডি করতে হবে। জিডির কপিসহ উপজেলানির্বাচন কার্যালয় হতে প্রাপ্ত ফরমে আবেদন করতে হবে। স্থানান্তরের ক্ষেত্রে পুরাতন আইডি কার্ড ফেরতসহ আবেদন করতে হবে। | ০২ মাস | -- | ঐ | |
ভোটার তালিকা হতে নাম কর্তন | উপজেলা নির্বাচন অফিসার (সংশ্লিষ্ট উপজেলা) | নির্ধারিত ফরম নং-১২ পূরণপূর্বক সকল প্রমাণপত্র সহকারে উপজেলা নির্বাচন অফিসারের দপ্তওে আবেদনপত্র দাখিল করতে হবে। | -- | -- | ঐ | |
বিভিন্ন স্থানীয় সরকার পরিষদেও নির্বাচনে পদ প্রার্থীর জন্য মনোনয়ন পত্র দাখিল | উপজেলা নির্বাচন অফিসার (সংশ্লিষ্ট উপজেলা) | আইন/বিধি বা নির্বাচন কমিশনের নির্দেশনা মতে মনোনয়নপত্র দাখিল করতে হবে। | আইন ও বিধিমতে ধার্যকৃত জামানত এবং প্রযোজ্য অন্যান্য ফি। | সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে যোগাযোগ করতে হবে। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS